ফের একবার পর্দায় ধরা পড়ল যশ দাশগুপ্ত ও মিমি চক্রবর্তীর রসায়ন। এনা সাহার প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেইনমেন্ট ও প্রত্যুষ প্রোডাকশনের যৌথ প্রযোজনায় এবছর পুজোতেই মুক্তি পাচ্ছে ‘এসওএস কোলকাতা’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির টিজার। এবার প্রকাশিত হল ছবির প্রথম গান ‘ঠিক ভুল ভুলে আমি’। এই ছবিতে যশ ও মিমি-কে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। এর আগে ‘গ্যাংস্টার’, ‘মন জানে না’ ছবিতে এই জুটিকে দেখা গিয়েছিল। গানটি টুইটারে শেয়ার করে যশ লিখেছেন, ভালোবাসাই জীবন, আর মিমি চক্রবর্তী ও আমার এবছরের লাভ অ্যানথেম ‘ঠিক ভুল ভুলে আমি’। যশের করা টুইটটি রিটুইট করেছেন মিমি। ‘এসওএস কোলকাতা’-র এই গানটি লিখেছেন ও সুর দিয়েছেন প্রতীক কুণ্ডু। গানটি গেয়েছেন অন্বেষা দত্তগুপ্ত। গোটা গানে ধরা পড়েছে অভিনেতা যশ দাশগুপ্ত ও মিমি চক্রবর্তীর রসায়ন। ছবিতে অ্যান্টি টেররিজ়ম স্কোয়াডের অফিসারের ভূমিকায় যশ দাশগুপ্তকে দেখা যাবে। আর মিমি হয়েছেন যশের স্ত্রী। অফিসে ঢোকার মুখে যশকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতে যান পুলিস কর্মীরা। এমনটা দেখে কিছুটা অবাকই হন যশ। আর অফিসে নিজের ঘরে ঢুকতেই যশ দেখেন, স্ত্রী মিমি তাঁর জন্য একগুচ্ছ গোলাপ নিয়ে হাজির। ‘ঠিক ভুল ভুলে আমি’ গানে এভাবেই ধরা পড়লেন মিমি ও যশ। সাংসদ হওয়ার পর এই ছবিতেই প্রথমবার একসঙ্গে দেখা যেতে চলেছে মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে। পরিচালক অংশুমান প্রত্যুষের এই ছবিতে মিমি, নুসরতের বিপরীতে দেখা যাবে যশ দাশগুপ্তকে। প্রযোজনার পাশাপাশি ছবিতে অভিনয়ও করেছেন এনা সাহা। ছবিতে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, রাজকুমার পাত্র সহ আরও অনেকেই।