চলতি বছরের জুন মাসে মৃত্যু হয় দক্ষিণের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবি সারজার। মৃত্যুর পর জানা যায়, চিরঞ্জীবি সারজার স্ত্রী মেঘনা রাজ অন্তঃসত্ত্বা। প্রয়াত অভিনেতার স্মৃতিকে আগলে রেখেই তাই এবার আয়োজন করা হয় মেঘনা রাজের সাধের অনুষ্ঠানের। প্রয়াত অভিনেতা চিরঞ্জীবি সারজার স্ত্রী মেঘনা রাজের সাধের অনুষ্ঠান দেখে চোখে জল ভক্তদের। অভিনেতা নেই, তাই তাঁর মূর্তির পাশে বসেই সাধভক্ষণ করলেন অভিনেত্রী মেঘনা রাজ। বললেন, সারা জীবন এভাবেই তাঁর প্রিয় চিরুর সঙ্গে একাত্ম হয়ে থাকবেন তিনি এবং তাঁর সন্তান। মাত্র ৩৯-এই চলে যান চিরঞ্জীবি সারজা। প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই চলে যান চিরঞ্জীবি। স্বামীর মৃত্যুর পর চিরঞ্জীবির স্মৃতিকে আগলে রেখে পরিবার ও বন্ধুদের সঙ্গে সাধের অনুষ্ঠান পালন করলেন অভিনেত্রী মেঘনা রাজ। সাধের অনুষ্ঠানে কখনও শাড়ি পরে আবার কখনও গাউন পরতে দেখা যায় প্রয়াত অভিনেতার স্ত্রীকে। মেঘনা রাজের সাধের অনুষ্ঠানের ছবি দেখে আবেগপ্লুত হয়ে পড়েন দক্ষিণী অভিনেতার ভক্তরা।