অ্যানিমেটেড ভিডিয়োর মাধ্যমে সোনু সুদকে সম্মান জানালো শিল্পা পুত্র ভিয়ান

লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে সাহায্য করেছিলেন সোনু সুদ । বিভিন্ন রাজ্য থেকে একাধিক শ্রমিককে ট্রেন, বাস ও বিমানে বাড়ি ফেরান তিনি । এই কাজের মাধ্যমে সবার প্রশংসা কুড়িয়ে নিয়েছেন। তবে শুধু লকডাউনের সময়ই নয়। এর পরও যখনই কেউ তাঁর কাছে সাহায্য চেয়েছেন, তাঁকেই সাধ্যমতো সাহায্য করেছেন তিনি। এই কাজের জন্যই এবার তাঁকে সম্মান জানাল শিল্পা শেট্টির পুত্র ভিয়ান। সম্প্রতি ভিয়ানের স্কুল থেকে একটি প্রোজেক্ট দিয়েছিল। আর সেখানেই একটি অ্যানিমেটেড ভিডিয়োর মাধ্যমে সোনুকে সম্মান জানায় সে। ওই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন শিল্পা। ক্যাপশনে লেখেন, “তাদের চারপাশে যা ঘটছে সেটা খুব গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করে বাচ্চারা। ভিয়ানের স্কুলের প্রোজেক্ট ছিল এমন একজনের সম্পর্কে বলো যিনি অসাধারণ কোনও কাজ করেছেন। গত কয়েক মাস ধরে যা কিছু ঘটেছে সেগুলি ভালোভাবে নজর করেছিল ভিয়ান। কীভাবে সোনু সুদ সবাইকে সাহায্য করেছিলেন তা সে দেখেছিল। যখন সবাই ভয়ে বাড়িতে ছিল তখন সোনু সাহসিকতার পরিচয় দিয়ে শ্রমিকদের সাহায্য করেছিলেন।” লকডাউন জারি হওয়ার পর পরিযায়ী শ্রমিকরা যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন তা তুলে ধরা হয়েছে ভিডিয়োতে। সেখানে দু’জন পরিযায়ী শ্রমিক, সোনু সুদকে দেখানো হয়েছে। এ প্রসঙ্গে ক্যাপশনে শিল্পা লেখেন, “লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের যেভাবে সোনু সাহায্য করেছিলেন তা ভিয়ানের মন ছুঁয়ে গিয়েছি। আর সেই কারণেই একটা অসাধারণ অ্যানিমেটেড ভিডিয়ো তৈরি করেছে সে। গর্বের সঙ্গে এটা আমি শেয়ার করলাম। (মনে রাখবেন ভিয়ানের বয়স মাত্র 8 বছর)।” এরপর ওই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করে ভিয়ানকে ধন্যবাদ জানান সোনু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *