সঞ্জয় মিশ্রর সঙ্গে ‘কাঞ্চলি’ ছবিতে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী শিখা মালহোত্রা। সেই অভিনেত্রীই আবার বিপদের মুহূর্তে হাসপাতালে ছুটে গিয়েছিলেন নার্সের ভূমিকায়। সিনেমা জগতে পা দেওয়ার আগে নার্সিং কোর্স সম্পূর্ণ করেছিলেন। বিপদের দিনে করোনায় আক্রান্ত রোগীদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন তিনি। মুম্বইয়ের যোগেশ্বরী এলাকার একটি ট্রমা হাসপাতালে সেবা ও প্রয়োজনীয় চিকিত্সা দিয়ে সাহায্য করছিলেন করোনা আক্রান্তদের । করোনার সময়ে অভিনয় নয়, নিজের প্রাথমিক দায়িত্ব কাঁধে তুলে নিলেন এই নায়িকা। এমনটা করতে গিয়ে তিনি নিজেই আক্রান্ত হলেন। গত ৬ মাস ধরে এই কাজ করতে করতে এখন তিনি নিজেই করোনা করোনা আক্রান্ত হয়ে গেলেন । অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল তাঁর শরীরে । তাই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । ইনস্টাগ্রামে নিজেই সেই খবর শেয়ার করেন শিখা । এরপরেই ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করতে থাকেন, সকলেই তাঁকে শুভ কামনা জানান ।