জিৎ ও রুক্মিণীর সঙ্গে ঢাকের তালে কোমর দুলিয়ে নাচলেন আবীর

ঢাকের তালে কোমর দুলিয়েই নাচলেন আবীর চট্টোপাধ্যায়। তাও আবার জিৎ ও রুক্মিণীর সঙ্গে। পুজোর আগেই মুক্তি পেল আবীর, রুক্মিণী ও জিৎ অভিনীত ‘সুইজারল্যান্ড’ ছবির ‘ঢাক বাজা, কোমর নাচা’ গানটি। ‘সুইজারল্যান্ড’ ছবিটির পরিচালনা করেছেন সৌভিক কুণ্ডু। ‘ঢাক বাজা, কোমর নাচা’ গানের মিউজিক করেছেন স্যাভি। দুর্গাপুজোর আবহে তৈরি গানের দৃশ্যায়ন। আর সেখানেই জিৎ-রুক্মিণীদের সঙ্গে জমিয়ে নাচলেন আবীর। করোনা আবহে বহু বাংলা ছবির মতোই স্থগিত রাখা হয়েছিল জিৎ-এর প্রযোজনা সংস্থার ছবি ‘সুইজারল্যান্ড’। পুজোর আগে সিনেমা হল খোলার কথা ঘোষণা হলেও এখনও বেশকিছু বিগ বাজেটের ছবির মুক্তি স্থগিতই রাখা হয়েছে। সেক্ষেত্রে আবীর-রুক্মিণী জুটি ‘সুইজারল্যান্ড’ও পুজোর আগে মুক্তি পাচ্ছে না। তবে অনুরাগীদের কথা মাথায় রেখে মুক্তি দেওয়া হয়েছেন ছবির পুজোর গানটি। এর আগে এবছরের শুরুর দিকে ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *