দ্বিতীয় প্লাজমা থেরাপির পর আপাতত খানিকটা স্থিতিশীল বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সোমবার সকালে হাসপাতালের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “দ্বিতীয়বার প্লাজমা থেরাপির পর ভালো আছেন সৌমিত্র। ঘুমিয়েছেন। শরীরে ১০০ শতাংশ অক্সিজেন স্যাচুরেশন, অস্থিরতা কমেছে। মস্তিষ্কের MRI করার ব্যবস্থা চলছে।” প্রয়োজনমত অক্সিজেন দিতে হচ্ছে। আপাতত আর তাঁকে প্লাজমা দেওয়া হবে না বলেই জানা গিয়েছে। চিকিৎসকরা বলছেন, মূলত স্নায়ুর চিকিৎসা এই মুহূর্তে জরুরি। পাশাপাশি ফুসফুসকে পূর্ণ মাত্রায় সচল রাখাটাও চ্যালেঞ্জ। আপাতত ১৬ জন চিকিৎসক দলের কড়া পর্যবেক্ষণে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা।