মা হতে চলেছেন অভিনেত্রী অমৃতা রাও। ২০১৬ সালে আর জে আনমোলকে বিয়ে করেন অমৃতা রাও। দীর্ঘ ৭ বছরের সম্পর্কের পর আনমোলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অমৃতা। বিয়ে থেকে জীবনযাপন, সবকিছুই একেবারে ব্যক্তিগত মোড়কে মুড়ে রাখেন অমৃতা। বিয়ের পর তাঁকে সেভাবে বলিউডে দেখা না গেলেও, বিভিন্ন ফটোশুটে তাঁর উপস্থিতি লক্ষ্য করা যায়। সম্প্রতি মুম্বইয়র একটি ক্লিনিকের বাইরে দেখা যায় অমৃতাকে। এরপরই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। মা হতে চলেছেন শুনে শুভেচ্ছা জানাতে শুরু করেন অনুরাগীরা।