৬০ বছর পর বাঙালি দর্শকের সামনে এসেছে অপু। ‘অপুর সংসার’ ছবির শেষে কাজল ও অপুর মধ্যে ভাব দেখানো হয়। আর ঠিক সেই জায়গা থেকেই শুরু হতে চলেছে ‘অভিযাত্রিক’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘অপরাজিত’ উপন্যাসের শেষভাগ নিয়েই এই ছবি তৈরি করেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। ৫ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১২ নভেম্বর পর্যন্ত। আর এই ফেস্টিভালেই এবার জায়গা করে নিয়েছে ‘অভিযাত্রিক’। ন্যাশনাল কম্পিটিশন বিভাগে ভারতীয় ভাষার ছবিগুলির সঙ্গে প্রতিযোগিতা ‘অভিযাত্রিক’-এর। সম্পূর্ণ ছবিটি তৈরি হয়েছে সাদাকালোয়। ছবিটি তৈরি করতে গিয়ে আর্ট ডিরেকশনের উপর বিশেষ নজর রাখতে হয়েছে। পুরোনো কলকাতার ছবি ফুটে উঠেছে এই সিনেমায়। ছবিতে অপুর ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। সেখানে অপর্ণার চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায়। সত্যজিতের ‘অপু টিওলজি’-তে সংগীতের দায়িত্বে ছিলেন রবিশংকর। এই ছবিতে তাঁর আত্মজা অনুষ্কা শংকরকে বিশেষ ভূমিকায় পাওয়া যাবে। এই ছবির মাধ্যমে প্রথম কোনও ভারতীয় ছবিতে সংগীতের কাজ করেছেন তিনি। ছবিতে সংগীতের দায়িত্বে ছিলেন বিক্রম ঘোষ।