নিজের পরবর্তী ছবির ঘোষণা করলেন পরিচালক রাম গোপাল ভার্মা। ছবির নাম ‘ডেঞ্জারাস’। সমপ্রেমী দুই নারীকে নিয়ে তৈরি হচ্ছে ছবি। মুখ্য ভূমিকায় রয়েছেন নয়না গঙ্গোপাধ্যায় ও অপ্সরা রানি। এটি একটি সমপ্রেমী ক্রাইম থ্রিলার জনারের ছবি। গোয়াতে চলছে তাঁর পরের ছবির শ্যুটিং। পরিচালক নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবির একাধিক পোস্টার শেয়ার করেছেন। রাম গোপাল ভার্মা ছবির পোস্টার শেয়ার করে দাবি করেছেন যে, এটিই দেশের প্রথম সমপ্রেমী ক্রাইম থ্রিলার ছবি হতে চলেছে। তবে এর মধ্যেই খুব গভীর একটি প্রেমকাহিনি দেখানো হয়েছে বলেও জানিয়েছেন পরিচালক। বিকিনি পরে দুই নায়িকা একে অপরের সঙ্গে রোম্যান্সে মত্ত, এমন ছবি রয়েছে পোস্টারগুলিতে। ছবির দুই নায়িকার লিপে একটি প্রেমের গান শ্যুটিং করিয়েও দারুণ উচ্ছ্বসিত পরিচালক। তিনি লিখেছেন, ‘সিনেমার ইতিহাসে এই প্রথম, দুই মহিলা প্রেমের গান গাইছেন ডুয়েট গানে।’ শ্যুটিংয়ের শেষ হওয়ার কথা ঘোষণা করে রাম গোপাল ভার্মা লিখেছেন, ‘ডেঞ্জারাস ছবির শ্যুটিং শেষ হওয়ার আনন্দ উপভোগ করছি ভয়ংকর দুই মেয়ের সঙ্গে নয়না ও অপ্সরা, গোয়াতে।’ এরই সঙ্গে রাম গোপাল ভার্মা লিখেছেন, তাঁরা গোয়ায় রোজই পার্টি করছেন।