এবার করোনায় আক্রান্ত কুমার শানু

করোনা আক্রান্ত হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার সানু। জানা যাচ্ছে, দিনকয়েক ধরেই হালকা জ্বরে ভুগছিলেন তিনি। সন্দেহ হওয়ায় করোনা পরীক্ষা করালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। যদিও তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন নাকি কোয়ারেন্টিনে রয়েছেন সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে শিল্পীর পেজ থেকে জানানো হয়, দুর্ভাগ্যবশত সকলের প্রিয় শানুদা কোভিডে আক্রান্ত। উনি টেস্ট করিয়েছিলেন আর তার রিপোর্ট পজিটিভ এসেছে। আশা করি, সকলে ওঁনার দ্রুত সুস্থতার কামনা করবেন। ধন্যবাদ। শিল্পীর তরফ থেকে এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্তরা। কুমার শানুর আরোগ্য কামনার জন্য সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিতে থাকেন বিনোদন দুনিয়ার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা।

Unfortunately Sanuda has tested Corona positive, please pray for his good health. Thank you🙏 Team KS

Posted by Singer Kumar Sanu on Thursday, 15 October 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *