প্রায় দশ বছর ধরে কঠিন রোগে আক্রান্ত অনিল কাপুর। দিনে দিনে ক্ষয় হয়ে যাচ্ছে তাঁর শরীর। অনিল কাপুরের পায়ে এক বিরল রোগ ধরা পড়েছে। অ্যাকিলিস টেন্ডার আছে তাঁর। এই রোগে হাঁটুর নীচে ও গোড়ালির টিস্যু ক্ষয় হতে থাকে। এক সময় হাঁটা বন্ধ হয়ে যায়। বিদেশেও গিয়েছেন এই রোগের চিকিৎসার জন্য। বেশির ভাগ সময় তাঁকে হাঁটতে হয়। বেশিক্ষণ বসে থাকলেই অসুবিধা শুরু হয়। এই রোগে প্রাণহানিও হতে পারে। রোগকে নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত যোগ ব্যায়াম করেন অনিল কাপুর।