আইপিএল-এর জন্য বর্তমানে দুবাইতে রয়েছেন শাহরুখ-কন্যা সুহানা খান। লকডাউন উঠে যাওয়ার পর বাবা-মা এবং তুতো বোন আলিয়া ছিবার সঙ্গে দুবাইতে পাড়ি দেন সুহানা। মরু শহরে ছুটি কাটাচ্ছেন বাদশা খান-কন্যা। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করছেন সুহানা। সেই ছবি প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে যায়। ছবির নীচে বয়ে যায় কমেন্টের প্লাবন।