‘জিরো’-র পর থেকে আর পর্দায় দেখা যায়নি বলিউড বাদশাহকে। তাঁর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কবে আবার পর্দায় ফিরবেন শাহরুখ খান। অবশেষে সেই অপেক্ষার অবসান বোধহয় ঘটতে চলেছে এবার। শোনা যাচ্ছে, আগামী নভেম্বর থেকেই ‘পাঠান’-এর শুটে শুরু করবেন কিং খান। প্রায় দু’বছর পর শুটিংয়ে ফিরতে চলেছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির শুটিং শুরু হবে মুম্বই আন্ধেরিতে, যশরাজ ফিল্মসের স্টুডিয়োতে। নভেম্বর আর ডিসেম্বর এই দুই মাস ধরে মূলত শাহরুখের অংশগুলো শুট করা হবে। এরপর দেখতে দেখতে চলে আসবে নিউ ইয়ার। সেই সময় একটা ছোট্ট ব্রেক নিয়ে ফের শুরু হবে শুটিং। আর তখনই জয়েন করবেন দীপিকা পাড়ুকোন আর জন আব্রাহাম। জনকে এখানে নেগেটিভ চরিত্রে দেখা যাবে। এর আগে ‘ওয়ার’-এর মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন সিদ্ধার্থ। সেই ছবির মতো এই ছবিও নাকি একটা স্টাইলিশ রিভেঞ্জ স্টোরি। অ্যাকশন ডিরেক্টর পরভেজ শেখ নাকি ছবির অ্যাকশন ডিরেক্ট করবেন। তবে এই সব খবরই এখন গুঞ্জন মাত্র। বাস্তবে কতোটা ঘটতে চলেছে তা এখনও জানা যাচ্ছে না।