মুক্তি পেল ‘সুরজ পে মঙ্গল ভারী’-র টুইস্ট ভরা ট্রেলার

মুক্তি পেল অভিষেক শর্মা পরিচালিত ‘সুরজ পে মঙ্গল ভারী’-র ট্রেলার। আগামী ১৩ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবি। ট্রেলারেই পাওয়া গেল গল্পের কিছু ঝলক। বিয়ে পাগল সুরজ। কিন্তু, কিছুতেই তার বিয়ে হচ্ছে না। যতবার পাত্রীর বাড়িতে যায় ততবারই কোনও না কোনওভাবে বিয়ে ভেস্তে যায়। কীভাবে সেটা সম্ভব তা বুঝতে পারছিল না। অবশেষে মঙ্গলের খোঁজ পায় সে। জানতে পারে কন্যাপক্ষকে তার সম্পর্কে সব তথ্য দিচ্ছিল ওই মঙ্গল। এরপর মঙ্গলের পরিবারের খোঁজ নিতে শুরু করে। জানতে পারে তার এক বোন রয়েছে। সেখান থেকেই গল্পের মধ্যে ঢুকে পড়ে টুইস্ট। এরপর মঙ্গলকে শিক্ষা দেওয়ার জন্য তার বোনের সঙ্গে ডেট করতে শুরু করে। এরপর কী হয় তা জানতে ছবি মুক্তির অপেক্ষা করতেই হবে। মুখ্য চরিত্রে রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, মনোজ বাজপেয়ী, ফতিমা সানা শেখ সহ আরও অনেকে। ৯০-এর দশকের মুম্বইয়ের চিত্র তুলে ধরা হয়েছে ছবিতে। সুরজের চরিত্রে দেখা যাবে দিলজিৎ দোসাঞ্জকে। আর মঙ্গলের চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। ছবিতে একাধিক লুকে দেখা যাবে তাঁকে। কখনও মারাঠি মহিলা, কখনও বৃদ্ধ আবার কখনও ডাব্বাওয়ালার চরিত্রে। ট্রেলারে সেই সব লুকগুলির কিছু ঝলক দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *