বলিউড জগতে পা রাখতে চলেছেন আমির পুত্র জুনেইদ

বলিউডে এন্ট্রি নিতে চলেছেন আমির খান পুত্র জুনেইদ খান। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই যশরাজ ফিল্মসের ব্যানারে কাজ করতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট-এর ছেলে৷ সূত্রের খবর এই ছবির পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা। জানতে পারা গিয়েছে এই ছবি ১৮৬২ সালে জাদুনাথজি বৃজনাথজি মহারাজে কেসের উপর সত্য ঘটনা অবলম্বনে রচিত ৷ এক ঠক বাবার ভূমিকায় অভিনয় করবেন জুনেইদ। তাঁর বিপরীতে অভিনয় করবেন বান্টি অউর বাবলি ২ ছায়াছবিতে ডেবিউ করা অভিনেত্রী শর্বরী বাঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *