দশেরায় উপহার পেয়ে খুশিতে উচ্ছ্বল হয়ে ওঠেন অমিতাভ বচ্চন। সেই উপহারের কথা নিজেই সোশ্যাল হ্যান্ডেলে স্টেটাস শেয়ার করেন বিগ বি। সেখানে দেখা যায় পোলান্ডের রাস্তার নামকরণ করা হয়েছে তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের নামে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘পোল্যান্ডের রোকলোর সিটি কাউন্সিল আমার পিতার নামে একটি স্কোয়ারের নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে, দশেরায় এর চেয়ে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না, পরিবারের জন্য চরম গর্বের একটি মুহূর্ত, রোকলায় ভারতীয় সম্প্রদায়ের জন্য, এবং ভারতের, জয় হিন্দ।’