মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদানের জন্মদিনে একসঙ্গে দেখা গেল ভাট এবং কাপুর পরিবারকে। ৬৪-তে পড়লেন সোনি রাজদান। তাঁর জন্মদিনের পার্টিতে আলিয়ার সঙ্গে হাজির হন রণবীর কাপুর, নীতু কাপুর, রিদ্ধিমা কাপুররা। রণবীর কাপুর এবং শাহিন ভাটের সঙ্গে পোজ দিতে দেখা যায় সোনি রাজদানকে। অন্যদিকে নীতু কাপুর এবং রিদ্ধিমা কাপুরের সঙ্গে পোজ দিতে দেখা যায় আলিয়া ভাটকে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করেন রিদ্ধিমা কাপুর। আলিয়া ভাট এবং শাহিন ভাটকেও মায়ের জন্মদিনে নতুন নতুন ছবি শেয়ার করতে দেখা যায়।