উৎসবের মরশুমে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার বার্তা বারবার দিয়েছেন তারকারা। এবার কাজেও তা করে দেখালেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। দশেরা উপলক্ষে নিজের এক কর্মীকে একটি গাড়ি উপহার দিলেন জ্যাকলিন। শুধু একা একা আনন্দ উপভোগ না করে তা সমানভাবে ভাগ করে নিলেন তাঁর কর্মীর সঙ্গে। জ্যাকলিন-ঘনিষ্ঠ একজন জানান, বরাবরই উদারতা ও নরম হৃদয়ের পরিচয় দিয়ে এসেছেন অভিনেত্রী। এর আগেও তাঁর মেকআপ আর্টিস্টকে গাড়ি উপহার দিয়েছিলেন জ্যাকলিন।