হাতে এখন সিনেমা নেই। সদ্য শুরু হয়েছে আইপিএল। এবার নাইট রাইডার্সের পারফরম্যান্সও সেরকম তাক লাগানো নয়! দুবাইয়ে দিন কয়েক আগেই সপরিবারে কিং খানকে দেখা গিয়েছে বক্সে বসে খোশ মেজাজে সপরিবারে নাইট বাহিনীদের খেলা দেখতে। দশেরার পর থেকেই ফের ‘AskSRK’ সিজন শুরু করেছেন শাহরুখ খান। যেখানে ভক্তরা ইচ্ছেমতো প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন তাঁকে। ‘AskSRK’ সিজন শুরু হতেই নেটিজেনদের প্রশ্নবাণের মুখে পড়েছেন শাহরুখ খান। আর সেখানেই কিং খানের এক অনুরাগী তাঁকে জিজ্ঞেস করে বসেন যে, ‘আরে ভাই মন্নত বিক্রি করবেন নাকি?’ তাঁর সাধের মুম্বইয়ের বাংলো মন্নত বিক্রি নিয়ে ঠাট্টা দেখে কড়া ভাষায় শাহরুখের উত্তর, ‘মন্নত কোনওদিন বিক্রি করা যায় না! মাথা নীচু করে চাইতে হয়। এটা যতদিন মনে রাখবে, জীবনে কিছু পাবে।’ কাজ না থাকলেও কী হবে, এখনও যে তিনি বলিউডের বাদশা, তা মেজাজে এবং ঠাটেবাটে আবারও বুঝিয়ে দিলেন শাহরুখ। এর আগেও এক নেটিজেন মন্নতে ঘর ভাড়া পাওয়া যাবে কিনা বলে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন বলিউডের কিং খানের কাছে। সেবারও মজাচ্ছলে শাহরুখ তীর্যক উত্তর দিয়েছিলেন ওই ব্যক্তিকে। মন্নতে ঘরভাড়া প্রসঙ্গে কিং খানের উত্তর ছিল, ‘দীর্ঘ ৩০ বছরের কসরতের ফল হল একটি ঘরের ভাড়া।’ মন্নত নিয়ে যে কোনওরকম ঠাট্টাই যে বাদশাহ সইবেন না, তা সাফ বুঝিয়ে দিয়েছেন তিনি।