‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জরিওয়ালার সঙ্গে জনপ্রিয় গায়ক মিকা সিংয়ের বন্ধুত্ব বহুদিনের। মিকা এবং শেফালি নিজেদের শোয়ের জন্য পৃথিবীর বহু দেশে একসঙ্গে হাজির হয়েছেন। ফলে দিনের পর দিন ধরে তাঁদের বন্ধুত্ব আরও মজবুত হয়েছে। পুরনো বন্ধুরাই এবার একসঙ্গে হাজির হয়ে নয়া কাজ শুরু করেছেন বলেও জানা যায়। অনেকদিন ধরেই তাঁরা একসঙ্গে কিছু করবেন বলে ভাবছিলেন। লকডাউনের সময় তাঁদের সেই স্বপ্নপূরণ হয় বলেও জানা যায়। একটি মিউজিক অ্যালবামে মিকা এবং শেফালি যৌথভাবে কাজ করছেন। সম্প্রতি সেই অ্যালবামের জন্য ফটোশুটও করেছেন তাঁরা। ফটোশুটের কিছু ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন মিকা সিং। সেখানে দুজোনকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। শেফালির সঙ্গে মিকার ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হতে শুরু করেছে।