নতুন সিনেমার কথা জানিয়ে ট্রোলড হলেন শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা কাপুর। শ্রীদেবী অভিনীত জনপ্রিয় ‘নাগিনা’ সিরিজের অনুপ্রেরণা তৈরি ছবিতে ‘নাগিন’ হিসেবে অভিনয় করবেন শ্রদ্ধা। টুইটারে একথা জানানোর পরই কটাক্ষের শিকার বলিউড অভিনেত্রী।নিজের টুইটার প্রোফাইলে প্রযোজক নিখিল দ্বিবেদীকে শ্রদ্ধা লেখেন, “পর্দায় নাগিনের চরিত্রে অভিনয় করা আমার কাছে খুবই আনন্দের। নাগিনা এবং নিগাহের মতো সিনেমায় শ্রীদেবী দেখে মুগ্ধ হয়েছি, বড় হয়েছি। সবসময় এমন লোকগান থেকে অনুপ্রাণিত চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল।” শোনা গিয়েছে, তিনটি ছবির সিরিজ তৈরি হবে। তাতেই নাগিনের চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা।