১২ বছর পূর্তি হল প্রিয়াঙ্কা চোপড়া এবং কঙ্গনা রানাউত অভিনীত ছবি ফ্য়াশন-এর। সেই উপলক্ষে এবার মুখ খুললেন বলিউড কুইন। প্রিয়াঙ্কা চোপড়ার প্রশংশা করলেন কঙ্গনা। কঙ্গনার কথায়, তিনি যখন স্কুলে পড়তেন,সেই সময় প্রিয়াঙ্কার অভিনয় দেখতেন। ফলে পরিচালক মধুর ভান্ডারকরের সিনেমায় যখন অভিনয়ের সুযোগ পান তিনি, তখন জানতে পারেন প্রিয়াঙ্কার কথা। প্রিয়াঙ্কা তাঁর মতো একজন নবাগতার সঙ্গে অভিনয় করতে হবে জানার পরও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। কঙ্গনাকে কখনও বুঝতে দেননি যে ইন্ডাস্ট্রিতে তিনি নতুন এসেছেন। ফ্যাশনের সেটে প্রিয়াঙ্কা সব সময় তাঁর সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করতেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ওই সময় একজন বড় তারকা সত্ত্বেও প্রিয়াঙ্কা তাঁর কাছে সবকিছু ডেকে ডেকে জিজ্ঞাসা করতেন। তাঁর সঙ্গে অমায়িক ব্যবহার করতেন বলেও জানান কঙ্গনা রানাউত।