সিরিয়াল দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। ‘বোঝেনা সে বোঝেনা; এবং ‘কুসুমদোলা’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তবে এখন আর সিরিয়াল করছেন না মধুমিতা। সম্প্রতি পা রেখেছেন সিনে দুনিয়ায়। বড় পর্দায় পা রাখার পর মধুমিতার জনপ্রিয়তা ক্রমশ বাড়তে শুরু করেছে। লভ আজ কাল পরশু-তে অর্জুন চক্রবর্তী, পাওলি দামের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন মধুমিতা। এরই মধ্যে বিভিন্ন সময়ে চালিয়ে যাচ্ছেন ফটোশুট। মাঝেমধ্যেই তাঁকে বিভিন্ন পোশাকে ফটোশুট করতে দেখা যায়। নতুন নতুন পোশাক পরে মধুমিতা যেভাবে সামনে আসছেন, তাতে ভক্তদের ঘুম উড়ে যাচ্ছে। এবার লাল রঙের পোশাকে ধরা দিলেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন মধুমিতা। নাকে নথ এঁটে মধুমিতা যখন ক্যামেরার সামনে পোজ দেন, তা ভাইরাল হয়ে যায় হু হু করে। ফটোশুটের জন্যই মধুমিতাকে ওই ধরনের পোজ দিতে দেখা যায় বলেই মনে করছেন তাঁর ভক্তরা। ফলে মধুমিতার ওই ছবির নীচে জড়ো হতে শুরু করে একের পর এক মন্তব্য। ‘বিউটিফুল’ থেকে ‘অসাম’, মধুমিতার প্রশংসায় ভরিয়ে দেন তাঁর ভক্তরা।