প্রয়াত অভিনেতা চিরঞ্জীবী সারজার ছেলের নামকরণ অনুষ্ঠানের জন্য এল বিশেষ উপহার

গত ৭ জুন মাত্র ৩৫ বছবর বয়সে মত্যু হয় জনপ্রিয় কন্নড় অভিনেতা চিরঞ্জীবী সারজার। সেসময় তাঁর অভিনেত্রী স্ত্রী মেঘনা রাজ অন্তঃসত্ত্বা ছিলেন। চিরঞ্জীবীর দেহের সামনে মেঘনার কান্নায় ভেঙে পড়ার ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। অভিনেতার মৃত্যুর ৪ মাস পর ২২ অক্টোবর পুত্র সন্তানের জন্ম দেন মেঘনা রাজ। এবার প্রয়াত অভিনেতার ছেলের নামকরণ অনুষ্ঠানের অপেক্ষা। আর সেকথা কথা মাথায় রেখেই অভিনেতার ছেলের জন্য বিশেষ দোলনা তৈরির দায়িত্ব পেয়েছিলেন কর্ণাটকের ধরওয়াদ জেলার কালাঘাটগির শিল্পীরা। জানা যাচ্ছে, কর্ণাটকের কালাঘাটগির শিল্পীরা প্রায় দেড়মাস ধরে এই দোলনা তৈরি করেছেন। কর্ণটকের হাভেরি জেলার গুট্টালাগার ‘স্ত্রী শক্তি সেবা সংস্থা’র সভাপতি বনিতা নিজ উদ্যোগে এই দোলনাটি প্রয়াত অভিনেতা চিরঞ্জীবীর ছেলেকে উপহার হিসাবে দেবেন। জানা যাচ্ছে, বিশেষভাবে তৈরি এই দোলনা শ্রীকৃষ্ণের জীবনের কথা উঠে আসবে। প্রসঙ্গত এর আগে চিরঞ্জীবীর ভাই ধ্রুব ভাইপোর জন্য ১০ লক্ষ টাকা ব্যায়ে একটি রুপোর দোলনা কিনেছিলেন। সম্প্রতির চিরঞ্জীবীর স্ত্রী, অভিনেত্রী মেঘনা রাজ সন্তানের জন্ম দেওয়ার পর তাঁর বাবা সুন্দর তিরুপতি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। তখন তিনিই নাতির নামকরণ অনুষ্ঠান হওয়ার কথা জানান। বলেন, খুব শীঘ্রই অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *