দীপাবলির আনন্দে উৎসবের আমেজে মেতে উঠেছে বি-টাউন। সম্প্রতি করণ জোহরের বাড়িতে প্রাক দীপাবলি পার্টির আয়োজন করা হয়। সেখানে হাজির হন করণ জোহরের ঘনিষ্ঠরা। করিনা থেকে মালাইকা কিংবা মণীশ মালহোত্রা, প্রত্যেকে পরিচালকের বাড়ির পার্টিতে হাজির হন। কোভিড ১৯-এর থাবায় এবার দীপাবলি উপলক্ষ্যে সেলেবদের জৌলুস তেমনভাবে চোখে না পড়লেও, ছোটখাট হাউস পার্টিতে দেখা যাচ্ছে তাঁদের। তেমনই এক পার্টির আয়োজন করেন করণ।