এক নাগাড়ে পোল ডান্স করলেন বলিউড অভিনেত্রী কৃতি খারবান্দার। মালাইকা অরোরা থেকে জ্যাকলিন ফার্নান্ডেজ, পোল ডান্সের জন্য জনপ্রিয় বলিউড অভিনেত্রীরা। সেই তালিকায় যুক্ত হল এবার কৃতি খারবান্দার নাম। কালো রঙের শর্টস পরে কৃতি যখন পোল ডান্স শুরু করেন, তা দেখে চোখ প্রায় ছানাবড়া হয়ে যায় তাঁর ভক্তদের।