রুক্মিনী মৈত্র তাঁর জীবনের প্রথম রুটি বানালেন। ‘সুইৎজারল্যান্ড’-এর সেটেই তাঁকে বানাতে হল জীবনের প্রথম রুটিটাও। সেই রুটির গড়ন দেখে নিজেই ভিরমি খাচ্ছেন অভিনেত্রী। রুটিটা পুড়ে গেলেও এক অদ্ভুদ চেহারা ধারণ করেছে। রুটিটা এমনভাবে পুড়েছে যে, মনে হচ্ছে সেটি কারও মুখ । একদম যেন মানুষের দু’টো চোখ, একটা নাক আর একটা ঠোঁটের জায়গা বুঝে পুড়েছে রুটিটা । দেখে তো হতভম্ব রুক্মিনী । কপালে আবার হ্যারি পটারের মতো একটা স্কার মার্কও পড়েছে। তবে দমেননি রুক্মিনী । যতই হোক, প্রথম রুটি বলে কথা । তাই সোশাল মিডিয়ায় তিনি শেয়ার করেছেন সেই ছবি । সবাইকে আবার পোড়া রুটির নাম সাজেস্ট করার অনুরোধও করেছেন। পাশাপাশি পোড়া রুটির মতো আরও অনেক রেসিপি জানতে ‘সুইৎজারল্যান্ড’ দেখতে সিনেমা হলে যাওয়ার আবেদন জানিয়েছিন রুক্মিনী। আগামীকাল মুক্তি পাচ্ছে ‘সুইৎজারল্যান্ড’।