বলিউডে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। অস্বাভাবিক মৃত্যু হল অভিনেতা আসিফ বাসরার। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৩ বছর। হিমাচল প্রদেশের ধরমশালার ম্যাকলিওডগঞ্জ থেকে উদ্ধার হয় আসিফ বসরার মৃতদেহ। জানা যাচ্ছে, ম্যাকলিওডগঞ্জের ওই বহুতলে গত ৫ বছর ধরে ভাড়া থাকছিলেন আসিফ বসরা। অভিনেতার সঙ্গে থাকতেন তাঁর বিদেশিনী বান্ধবীও। ওই বহুতলেরই একটি ঘর থেকে অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিস জোর কদমে তদন্ত শুরু করেছে। কাঙরার পুলিস আধিকারিক বিমুক্ত রঞ্জন জানিয়েছেন, ঘটনার পর ফরেন্সিক টিম পৌঁছেছে। শুরু করা হয়েছে ঘটনার তদন্ত। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে নিজের পোষ্যকে নিয়ে বাড়ির বাইরে বের হন আসিফ। এরপর বাড়ি ফিরে আচমকাই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। পোষ্যর বেল্ট দিয়েই আসিফ গলায় ফাঁস দিতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বলে খবর। পাশাপাশি বেশ কয়েকদিন ধরে আসিফ বসরা মানসিক অবসাদে ভুগছিলেন। অবসাদের জেরেই অভিনেতা শেষ পর্যন্ত নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। ১৯৬৭ সালে মহারাষ্ট্রের অমরাবতীতে জন্ম তাঁর। ১৯৮৯ সাল থেকে মুম্বইতেই ছিলেন। তখন থেকেই অভিনয়ের কাজ শুরু করেছিলেন তিনি। আসিফ বসরার অস্বাভাবিক মৃত্য়ুর খবরে স্তম্ভিত হয়ে যায় গোটা বলিউড। তাঁর মৃত্যুতে ট্যুইট করে শোকবার্তা জানিয়েছেন পরিচালক হনসল মেহতা থেকে মনোজ বাজপেয়ী, স্বরা ভাস্কর, ইমরান হাসমি, দিব্যা দত্ত প্রত্যেকে। আসিফ বসরার মৃত্যু কীভাবে হল, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সেলেবদের মধ্যে। যব উই মেট, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই. কাই পো চে, কৃষ থ্রি, ব্ল্যাক ফ্রাইডে-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘পাতাল লোক’ ওয়েব সিরিজে। ভারতীয় থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ফিরোজ আব্বাস খানের মহাত্মা ভার্সেস গান্ধী-তে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এছাড়াও ওয়ান নাইট উইথ দ্য কিং-এ ওমার শরিফ ও পিটার ও টুলের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।