এক্কেবারে ঘরোয়া পরিবেশে ভাইফোঁটা দিলেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র। ভাইফোঁটার বিভিন্ন মুহুর্তের ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করলেন অভিনেত্রী। সেখানে হলুদ রঙের পোশাকে দেখা যায় সৌরসেনীকে। ভাইদের সঙ্গে হাসিখুশি মুখে দেখা যায় অভিনেত্রীকে। সৌরসেনীর ভাইফোঁটার ছবি দেখে খুশি তাঁর ভক্তরা। সৌরসেনীর ভাইয়ের তালকায় আছেন অভিনেতা ঋতব্রত মুখার্জীও। তাঁর কপালেও ভাইফোঁটা দিলেন অভিনেত্রী। প্রসঙ্গত, ‘জেনারেশন আমি’ ছবিতে ঋতব্রত ও সৌরসেনী-কে ভাই-বোনের চরিত্রে দেখা গিয়েছিল।