সব্যসাচী চক্রবর্তী নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট। অমন একাধিক ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টে কয়েক জন তরুণীর অশ্লীল ছবি পোস্ট! লালবাজারে গোয়েন্দাপ্রধান তথা যুগ্ম কমিশনারকে (অপরাধ দমন) লিখিত অভিযোগ জানিয়েছেন সব্যসাচী চক্রবর্তী, সলিসিটার ফার্ম ‘ভিক্টর মোজেস অ্যান্ড কোং’-এর মাধ্যমে। লালবাজার সূত্রের খবর, অভিনেতার নজরে বিষয়টি আসে গত ৩০ অক্টোবর। ঘটনা হল, সব্যসাচীর কোনও অ্যাকাউন্টই নেই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে। তাই, বিষয়টি জেনেও ‘বোম্বাইয়ের বোম্বেটে’-কে শায়েস্তা করা ফেলুদা প্রথমটায় বিশেষ পাত্তা দেননি। কিন্তু ওই সব ফেসবুক অ্যাকাউন্টে রোজই অশ্লীল ছবি ও আজেবাজে মন্তব্য পোস্ট বন্ধ হচ্ছিল না। শেষমেশ গত ১২ নভেম্বর সব্যসাচীর তরফে লালবাজারে অভিযোগ দায়ের করা হয়। ওই সব ভুয়ো অ্যাকাউন্টে পোস্ট করা অশ্লীল ছবির কয়েকটি অভিযোগপত্রের সঙ্গে কলকাতা পুলিশকে দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তাতে এ সব কাজকর্ম ‘সমাজে তাঁর (সব্যসাচী) ভাবমূর্তি নষ্ট করছে।’ আবার এই রকম একটি ভুয়ো অ্যাকাউন্ট থেকে কোথায়, কী রকম বিনিয়োগ করলে সুবিধে পাওয়া যাবে, তেমন পরামর্শও দেওয়া হয়েছে! পুলিশে অভিযোগ জানানোর পাশাপাশি সব্যসাচী তাঁর স্ত্রী মিঠু চক্রবর্তীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো-বার্তা দিন তিনেক আগে পোস্ট করেছেন। সেখানে সব্যসাচী জানিয়েছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে তাঁর কোনও অ্যাকাউন্ট নেই।লালবাজার সূত্রের খবর, ওই ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টগুলো খুলে যারা চালাচ্ছে, তাদের চিহ্নিত করার চেষ্টা করছেন গোয়েন্দারা।