‘আনফেয়ার অ্যান্ড লাভলি’-র ব়্যাপ আপ ভিডিয়ো শেয়ার করলেন রণদীপ

চলতি মাসেই শুরু হয়েছিল বলবিন্দর সিং আঞ্জুয়া পরিচালিত ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’-র শুটিং। এই ছবিতে জুটিতে দেখা যাবে রণদীপ হুডা ও ইলিয়ানা ডিক্রুজকে। সম্প্রতি এই ছবির শুটিং শেষ করেন তাঁরা। শুটিংয়ের শেষদিনের একটি ভিডিয়ো করেন রণদীপ ও ইলিয়ানা। ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্টও করেন রণদীপ। সেখানে পরিচালক বলবিন্দর সিং আঞ্জুয়াকে ‘বাল্লি’ বলে ডাকতে দেখা গিয়েছে তাঁকে । এমনকী, টিমের সবাইকে শুটিংয়ের শেষে একসঙ্গে ‘ব়্যাপ আপ’ বলতে দেখা যায় । এই ছবির শুটিং ফ্লোরে একাধিক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন রণদীপ । আর সেই কারণে এই সেটকে খুবই মিস করবেন বলেও ভিডিয়োর ক্যাপশনে জানিয়েছেন তিনি । লেখেন, “ছবি মুক্তির অপেক্ষায় রয়েছি ।” সম্ভবত ২০২১-এ ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ ছবিটি মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *