অভিনেত্রী হিসেবে স্বপ্ন পূরণ হতে চলেছে রকুল প্রীতের। আপকামিং ছবি ‘মেডে’-তে অজয় দেবগন ও অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে রকুল প্রীতকে। সেখানে একজন পাইলটের চরিত্রে অভিনয় করবেন তিনি । কয়েকদিন আগেই শোনা গিয়েছিল যে পরবর্তী ছবি ‘মেডে’-র পরিচালনা করবেন অজয় দেবগন। আর পরিচালনার পাশাপাশি ওই ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতেও দেখা যাবে তাঁকে। তবে শুধু বিগ বিই নন। এই ছবি সম্পর্কে রকুল বলেন, “যখন অভিনেত্রী হয়েছিলাম তখন স্বপ্ন ছিল কোনও একদিন অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করব। প্রতিটি অভিনেতার মনে এই স্বপ্ন থাকে। আর ‘মেডে’-র মাধ্যমে আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এছাড়া অজয় স্যারের সঙ্গে আবার কাজ করতে পারব এটা ভেবে আরও খুশি আমি। তবে তিনি শুধুমাত্র আমার সঙ্গে অভিনয়ই করবেন না, ছবিটি পরিচালনাও করবেন।” সব ঠিক থাকলে ডিসেম্বরে শুরু হবে এই ছবির শুটিং।