একই ছবিতে পর্দায় আসছেন তিন ‘খান’!

এবার এক পর্দায় এক সঙ্গে হাজির হতে চলেছেন বলিউডের তিন ‘খান’। একবার এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, ”একসঙ্গে তিন খানকে পর্দায় আনা খুবই কঠিন।” এবার এই কঠিন কাজটাই সম্ভব করে ফেলতে চলেছেন পরিচালক অদ্বৈত চন্দন, প্রযোজক আমির খান ও কিরণ রাও। এই খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই অনুরাগীরা বেশ উত্তেজিত। শোনা যাচ্ছে, ‘লাল সিং চাড্ডা’-তে সলমান খান, শাহরুখ খান এবং অবশ্যই আমির খান নিজে এক স্ক্রিণে হাজির হতে চলেছেন। শুধু তাই নয় কিং খান এই ছবিতে দেখা যাবে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র জনপ্রিয় চরিত্র ‘রাজ’-এর বেশে। আর সলমনকে দেখা যাবে ‘ম্যায়নে পেয়ার কিয়া’র প্রেমের ভূমিকায়। প্রসঙ্গত, শাহরুখ ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। আর সলমনের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ মুক্তি পেয়েছিল তারও আগে ১৯৮৯ সালে। দুটি ছবিই বক্স অফিসে সুপার হিট। ‘লাল সিং চাড্ডা’  ছবির মূল চরিত্র আমিরকে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ সিনেমার সেটে যেতে দেখা যাবে। আর সেখানেই এক ঝলক দেখা যাবে ‘রাজ’ রূপী শাহরুখকে। ইতিমধ্যেই কিং খান ক্যেমিও চরিত্রটির শ্যুটিংও সেরে ফেলেছেন। একইভাবে সলমনকেও ক্যেমিও চরিত্রে দেখা যাবে বলে খবর। যদিও সলমনের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। পুরো বিষয়টি নিয়ে ছবির নির্মাতাদের তরফে এখনও কিছুই জানানো হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *