ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেল ‘আনওয়ার কা আজব কিস্সা’

অবশেষে মুক্তি পেল বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ‘আনওয়ার কা আজব কিস্সা’। ২০১৩ সালে শুট করা হলেও নানা কারণে এই ছবির মুক্তি সম্ভব হয়নি। তবে এবার ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিটির মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে এই ছবি। নওয়াজুদ্দিন সিদ্দিকি, পঙ্কজ ত্রিপাঠী, অনন্যা চ্যাটার্জি, অমৃতা চ্যাটার্জি, নিহারিকা সিং-এর মতো সব তাবড় অভিনেতাদের নিয়ে তৈরি এই ছবি মুক্তি পেল। ‘ইরস নাও’-এর ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘আনওয়ার কা আজব কিসসা’। নওয়াজ এখানে এক গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন । এমন এক গোয়েন্দা, যে একদম অন্য চোখে সবকিছু দেখে । নিজের তৈরি কল্পনার দুনিয়ায় বিচরণ করে সে । তার কাছে সবচেয়ে বড় কেস কোনটা? নিজেকে খোঁজা। আর এই খোঁজার জার্নিতে অনেক ইন্টারেস্টিং মানুষের সঙ্গে দেখা হয় তার। মূলত তাঁর জার্নি নিয়েই এই আজব কিস্সা।নওয়াজ ছাড়াও এ ছবিতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, আরও এক চমৎকার অভিনেতা। অমলের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আর অনন্যা চট্টোপাধ্যায় রয়েছেন অমলের স্ত্রী মালিনীর চরিত্রে। অভিনয় করেছেন তাপস পালের কন্যা সোহিনী পাল ও অমৃতা চট্টোপাধ্যায়। এটি অমৃতার প্রথম সিনেমা। এছাড়াও রয়েছেন অভিনেত্রী নিহারিকা সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *