হুডির আড়ালে আপকামিং ছবি ‘পাঠান’-এর লুক লুকিয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে দেখা গেল শাহরুখ খানকে। পরনে সবুজ রঙের হুডি, সাদা টি শার্ট, নীল রঙের ট্র্যাক প্যান্ট আর চোখে সানগ্লাস ও মুখে কালো মাস্ক। এই লুকেই দেখা যায় কিং খানকে। নিজের ‘পাঠান’ লুক এই মুহুর্তে কারোর সামনে দেখাতে চান না বাদশাহ। সেই জন্যি এই আড়াল বলে মনে করা হচ্ছে।