আজ শর্মিলা ঠাকুরের জন্মদিন। আজ তিনি ৭৬ বছরে পা দিলেন।। শর্মিলা যতটা মুম্বইয়ের ঠিক ততটাই কলকাতার প্রাণের অভিনেত্রী। সত্যজিৎ রায়ের হাত ধরে দেবী ছবিতে প্রথম আত্মপ্রকাশ শর্মিলার। কিন্তু দেবীর ঘেরাটোপ ছেড়ে বিকিনিতে বলিউড ডিভা হয়ে উঠতে সময় লাগেনি তাঁর। অ্যান ইভনিং ইন প্যারিস ছবিতে শর্মিলার সেই দুঃসাহসী আবেদন চোখ ধাঁধিয়ে দিয়েছিল অনেকেরই, শুরু হয়েছিল তুমুল বিতর্কও। ‘অপুর সংসার’-এর আবেদনময়ী, অভিজাত্য আর সরলতায় ভরা শর্মিলার অভিনয় আজও দাগ কাটে বাঙালির মনে। কেরিয়ারের শুরু থেকেই বাংলা-হিন্দি ছায়াছবির জগতে রাজত্ব করেছেন পতৌদি পরিবারের এই বেগম। শর্মিলা ঠাকুর তাঁর ছেলে ও বউমা সইফ আলি খান ও করিনা কাপুর খানের সঙ্গেই থাকেন। করিনার সঙ্গে তাঁর সম্পর্ক খুব মিষ্টি। মন থেকে ভালোবাসেন তিনি বেবোকে। সইফের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা ছিল। কোনও দিন মেনে নেননি তিনি অমৃতাকে। আজও তাঁদের সম্পর্ক ভালো নয়। তবে নাতি ইব্রাহিম ও নাতনি সারা তাঁর কাছে তৈমুরের সমান প্রিয়। আজ শাশুড়ির জন্মদিনে বেবো তাঁর ইনস্টা হ্যান্ডেলে শাশুড়ি মায়ের একটি পুরনো ছবি শেয়ার করেছেন। দারুণ স্টাইলিশ লাগছে শর্মিলাকে। হাতে সানগ্লাস ধরে আছেন। এই ছবি শেয়ার করে করিনা লিখেছেন, ” পৃথিবীর সব থেকে কুল ও শক্তিশালি মহিলা। শুভ জন্মদিন আমার সুন্দরী শাশুড়ি মা।” করিনার চোখে শাশুড়ি মা শর্মিলাই সব থেকে সুন্দরী মহিলা। সব থেকে আদরের। এই পোস্ট শেয়ার হতেই শাশুড়ি বউমার এই মধুর সম্পর্কের প্রশংসা করেছেন সকলে। বহু মানুষ কমেন্টও করেছেন এই পোস্টে।