২০২০ সাল সকলের কাছে বিভীষিকা। এই ভয়ঙ্কর সালের বিদায়কাল হাজির। বিচ্ছিন্নভাবে কিছু ভালো ঘটনা ঘটলেও, এই সালকে বিদায় করার জন্য উঠেপড়ে লেগেছে সবাই। সেই দল থেকে বাদ গেলেন না বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। পাশাপাশি তিনি এও চান যাতে আগামী নতুন বছরটায় যেন কারোর নজর না লাগে। তাই ২০২১-এর গলায় বিগ-বি আগেভাগেই লেবু লঙ্কা ঝুলিয়ে দিলেন। হ্যাঁ, এমনই একটি ছবি শেয়ার করেছেন অমিতাভ। ক্যাপশনে লিখেছেন, “২০২০ একদম শেষ পর্যায় এসে পোঁছেছে। আর মাত্র কিছু দিনই বাকি। ২০২১ যেন সবদিক থেকে সুরক্ষিত থাকে। লেবু-লঙ্কা টাঙিয়ে দিন।”