পাওনা টাকা চাওয়ায় এক মহিলাকে অশ্রাব্য গালিগালাজ, খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল টলিউডের এক প্রযোজকের বিরুদ্ধে। ওই মহিলা বাঁশদ্রোণী থানায় রমেশ সিংঘল নামে প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে টালিগঞ্জের স্টুডিওপাড়ায়। ওই প্রযোজক আবার বাঁশদ্রোণীর অগ্রদূত ক্লাবের সভাপতি পদেও রয়েছেন। জানা গিয়েছে, তারা মা অ্যাডভারটাইজিং এজেন্সি নামে একটি বিজ্ঞাপন সংস্থার কর্ণধার অতশী ভৌমিক নামে ওই মহিলা গত ৫-৬ বছর ধরে প্রযোজক রমেশ সিংঘলের কাছে ৫ লক্ষ ৭২ হাজার টাকা পান। সেই টাকার জন্য দীর্ঘদিন ধরে তাঁকে ঘোরানো হচ্ছে বলে অভিযোগ। অধিকাংশ সময়ে ফোনে টাকার কথা বললেই প্রযোজক অতশীদেবীকে বলতেন, তিনি কলকাতার বাইরে আছেন। দেখা করতে পারবেন না। গত শুক্রবার পাওনা টাকা চাইতে বাঁশদ্রোণীতে প্রযোজকের বাড়িতে যান ওই মহিলা। তখন তাঁকে বলা হয়, সোমবার প্রযোজকের অফিসে আসার জন্য। কথামতো সোমবার সকাল ১১টা নাগাদ রমেশ সিংঘলের অফিসে যান অতশী ভৌমিক। এরপর অভিযোগ, সেখানে প্রযোজক এবং তাঁর ছেলে একটি ঘরে অতশীকে আটকে রেখে অশ্রাব্য গালিগালাজ দেন। এমনকী, একটি ধারালো অস্ত্র নিয়ে এসে ওই মহিলাকে খুনের হুমকিও দেন দুজনে। এরপর সোমবারই বাঁশদ্রোণী থানায় প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অতশী।