২০১৯-এ সারোগেসির মাধ্যমে পুত্র সন্তানের মা হয়েছেন একতা কাপুর। ছেলে নাম রাখেন রবি কাপুর। এবার শোনা যাচ্ছে, বয়ে করতে চলেছেন একতা। এই জল্পনার পিছনে রয়েছে একতার পোস্ট করা একটি ছবি। বয়স ৪৫, তবে এখনও সাতপাকে বাঁধা পড়েননি একতা কাপুর। সম্প্রতি এক অপরিচিত ব্যক্তির সঙ্গে পোজ দিয়ে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে একতাকে। একতা কাপুর যে ব্যক্তির সঙ্গে ছবি পোস্ট করেছেন, তাঁর নাম তনভীর বুকওয়ালা। তনভীরের সঙ্গে ছবি পোস্ট করে একতা লিখছেন, ”আমরা হাজির! খুব শীঘ্রই সব বলব!!!!” তনভীর বুকওয়ালার ইনস্টাগ্রাম থেকে জানা যাচ্ছে তিনি একটি বিনোদন সংস্থার প্রতিষ্ঠাতা ও সৃজনশীল পরিচালক। একতা কাপুরের এই পোস্টের নিচে তনভীর কমেন্ট করেছেন, ”ইয়ে দোস্তি কো রিশতদারি মে বাদল নে কা বক্ত আ চুকা হ্যায়।” আর এই পোস্ট ঘিরেই অনুরাগীদের মধ্যে জল্পনা তুঙ্গে। নেটিজেনদের প্রশ্ন তবে কি তনভীর বুকওয়ালার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন একতা? কেউ আবার লিখেছেন, ‘অপেক্ষায় থাকলাম।’