বলিউডে মাদক মামলায় করণ জোহরকে সমন পাঠায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বলিউডে ছড়িয়ে পড়া মাদক চক্র নিয়ে করণকে জিজ্ঞাসাবাদ করার জন্যই নোটিশ পাঠায় এনসিবি। এনসিবি-র পাঠানো নোটিসের উত্তর দিলেন করণ জোহর। পরিচালকের আইনজীবী এনসিবির নোটিসের উত্তর দেন। করণ জোহরের আইনজীবী এবং বাড়ির এক কর্মী এনসিবির অফিসে পৌঁছে পরিচালকের উত্তর সাজিয়ে দেন। করণ কবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজির হবেন, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মত্যুর প্রসঙ্গ ধরে উঠে আসে বলিউডে মাদক চক্রের প্রসঙ্গ। মাদক মামলায় ইতিমধ্যেই একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। মাদক মামলায় করণ জোহরের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও এতদিন এনসিবি-র তরফে করণকে ডেকে পাঠানো হয়নি। এর আগে মাদক মামলায় ক্ষীতিশ রবি প্রসাদ বলে একজন গ্রেফতার করে এনসিবি। যিনি নাকি করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের কর্মী বলেই জানা গিয়েছিল। যদিও পরে বিবৃতি জারি করে করণ সাফ জানিয়েছিলেন, ”বলা হচ্ছে, ক্ষিতিজ প্রসাদ নাকি ধর্ম প্রোডাকশনের ম্যানেজার। এটা সত্যি নয়। এমনকী অনুভব চোপড়াও ধর্ম প্রোডাকশনের কর্মী নয়। আমি তো অনুভবকে ব্যক্তিগতভাবে চিনিও না। ২০১১ থেকে ২০১২-র মধ্যে একটি প্রোজেক্ট-এ সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে দুমাসের জন্য ধর্ম প্রোডাকশনের সঙ্গে কাজ করেছিল অনুভব। তার পর আর কখনও কাজ করেনি। ক্ষিতিজ ২০১৯ সালে একটি প্রোজেক্টে কাজ করেছিল ধর্ম প্রোডাকশনের সঙ্গে। কিন্তু সেই প্রোজেক্ট রিলিজ করেনি।”