হাসপাতাল থেকে ছাড়া পেলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। তিনি এখন অনেকটাই সুস্থ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাঁর মেডিক্যাল রিপোর্টে ভয় পাওয়ার কিছু নেই। রবিবার দুপুরেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিলেন রজনীকান্ত। গত শুক্রবার রজনীকান্ত রক্তচাপ জনিত সমস্যার কারণে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তবে বর্তমানে রক্তচাপ স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।