বরফে মোড়া হিমাচল প্রদেশে ছুটি কাটাচ্ছেন টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে অঙ্কুশ, ঐন্দ্রিলা যখন ছবি শেয়ার করেন, তা হু হু করে ভাইরাল হয়ে যায়। পাহাড়ি রাজ্যে গিয়ে একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেছেন ঐন্দ্রিলা সেন এবং অহ্কুশ হাজরা। যেখানে নিজেদের ছবির উপর ‘ট্রাভেলডায়রিজ’ বলে ক্যাপশন দিতেও দেখা যায় অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে। হিমাচলে গিয়ে কখনও মিউজিকের সঙ্গে কোমর দোলাতে দেখা যায় ঐন্দ্রিলা সেনকে। আবার কখনও অঙ্কুশের সঙ্গে এক ফ্রেমে ছবি শেয়ার করতে দেখা যায় তাঁকে।