ফের সিনেমাজগতে করোনার থাবা। করোনায় আক্রান্ত হলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রাম চরণ। সোশ্যাল হ্যান্ডেলে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন অভিনেতা। যদিও রাম চরণ জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও তিনি উপসর্গবিহীন। ফলে তিনি বাড়িতেই রয়েছেন। কোভিডে আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি বাড়িতেই নিভৃতাবাসে রয়েছেন বলে জানান রাম চরণ। রাম চরণ আরও জানান, গত কয়েকদিন ধরে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা প্রত্যেকে যেন নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেন। তাঁর সংস্পর্শে আসা প্রত্যেকে যাতে সাবধানে থাকেন, সেই প্রার্থনাও করেন রাম চরণ।