ড্রাগচক্র মামলায় কন্নড় অভিনেত্রী শ্বেতা কুমারীকে গ্রেফতার করল এনসিবি ৷ ড্রাগচক্র যোগে জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সোমবার এনসিবির জালে ধরা পড়ে অভিনেত্রী। এরপর ধৃত অভিনেত্রীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসকেরা৷ আগামীকাল আদালতে পেশ করা হবে শ্বেতাকে, যাতে এনসিবি নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে৷ এনসিবির এক উচ্চপদস্থ আধিকারিক সমীর ওয়াঙ্খেড়ে জানিয়েছেন, নারকোটিক আইন অন্তর্গত একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে শ্বেতার বিরুদ্ধে৷ গত ২ জানুয়ারি ২০২১ এনসিবি শ্বেতা কুমারীর কাছ থেকে ৪০০ গ্রাম নিষিদ্ধ ড্রাগ উদ্ধার করেছে। এরপরেই হায়দরাবাদের বাসিন্দা ২৭ বছরের অভিনেত্রীকে গ্রেফতার করা হয়৷ এনসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এর পিছনে কোনও গভীর আর্থিক ষড়যন্ত্রও আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷