শীতকালীন ছুটিতে দুবাই বেড়াতে গিয়েছিলেন সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী। দুবাই-তে ছুটি কাটানোর বেশকিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মিমি। দুবাই ভ্রমণে গিয়ে ডেজার্ট সাফারি করতে গিয়েছিলেন অভিনেত্রী। ডেজার্ট সাফারি করার একটি ভিডিয়োও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মিমি। ডেজার্ট সাফারিতে গিয়ে উচ্ছ্বসিত দেখাল মিমিকে। গাড়ি থেকে নামতেই ‘Oh My God’ বলে মরুভূমির উপর দৌড়ালেন মিমি। দামি জুতো খুলে বালির মধ্যে শিশুসুলভ ভঙ্গিমায় আনন্দে ডুবে যেতে দেখা গেল সাংসদ, অভিনেত্রীকে। দিনের বেলাতেও মরুভূমির বালি কিন্তু বেশ ঠাণ্ডা, তেমনটাই বলতে শোনা গেল মিমিকে। মরুভূমির বালিয়াড়ি যেন প্রতি মুহূর্তে চরিত্র বদলাচ্ছে, আরও একটি ভিডিয়ো পোস্ট করে ক্যাপশানে তেমনটাই তুলে ধরেছেন মিমি।