সিংঘম ৩ ‘-তে ভিলেনের চরিত্রে জ্যাকি শ্রফ

রোহিত শেট্টির তৈরি কপ ইউনিভার্স শুরু হয়েছিল তাঁর পরিচালিত ছবি ‘ সিংঘম ‘ এর হাত ধরে। এরপর এই ‘ ইউনিভার্স ‘-এ এন্ট্রি নেন রণবীর সিং এবং অক্ষয়কুমার। রোহিতের পরিচালনায় অক্ষয়ের ‘ সূর্যবংশী ‘ মুক্তির অপেক্ষায় দিন গুণছে। এবারে জানা গেল তাঁর এই ‘ কপ ইউনিভার্স ‘-কে আরও এক ধাপ বাড়িয়ে নিয়ে যাবেন এই পরিচালক। সূত্রের খবর, অক্ষয়ের ‘ সূর্যবংশী ‘ ছবির ক্লাইম্যাক্স স্পষ্ট ইঙ্গিত দেওয়া থাকবে ‘ সিংঘম ৩ ‘-র শুরু হওয়ার। জানা যাচ্ছে ‘ গোটা ‘ সূর্যবংশী ‘ ছবিতে অক্ষয় জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালাবেন মুম্বই শহরকে বাঁচানোর লক্ষ্যে। ছবির শেষে শহরকে বাঁচাতে পারলেও জানা যাবে মুম্বই শহরকে ধ্বংস করার ‘ মাস্টারমাইন্ড ‘ এখনও অক্ষত অবস্থায় দূর দেশে বসে রয়েছেন। এই ‘ মাস্টারমাইন্ড ‘-ই হলেন জ্যাকি শ্রফ। জ্যাকিকেই ফের দেখা যাবে ‘ সিংঘম ৩ ‘-এর প্রধান ভিলেন হিসেবে। অর্থাৎ এক্ষেত্রে ভিলেনের সাহায্যেই একসূত্রে রোহিত বাঁধবেন ‘ কপ ইউনিভার্স ‘-এর গল্প ও নায়কদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *