‘আজ আমি চাইলেও তোমার জন্মদিনটা ভুলতে পারি না, আজ তোমার জন্মদিন বাবা’, আবেগতাড়িত পোস্ট ইরফান পুত্র বাবিলের

আজ প্রয়াত অভিনেতা ইরফান খান-এর জন্মদিন। সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন তিনি। মৃত্যুর পর আজ ইরফানের প্রথন জন্মদিন। তাঁর জন্মদিনে প্রিয় অভিনেতাকে স্মরণ করতে ভোলেননি তাঁর পরিবার থেকে অনুরাগী। তবে নিজের জন্মদিন পালন করা কোনওদিনই পছন্দ করতেন না ইরফান। তবে অভিনেতার ৫৪ বছরের জন্মদিনে আবেগঘন পোস্ট করলেন তাঁর বড় ছেলে বাবিল। বাবার জন্মদিনে পুরনো একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বাবিল। যেখানে তাঁর মা সুতপা শিকদার (ইরফান খানের স্ত্রী) এবং ছোট ভাই আয়ানকে তাঁর উদ্দেশ্যে কোনও মেসেজ পাঠাতে দেখা যাচ্ছে। বাবিলের  জন্য ভিডিয়োটি রেকর্ডিং করছিলেন ইরফান। তবে বাবিলের ভাই আয়ানকে কিছুটা লজ্জা পেয়ে সেখান থেকে সরে যেতে দেখা গেল। ভিডিয়োটি শেয়ার করে প্রয়াত বাবা ইরফানের উদ্দেশ্যে বাবিল লিখেছেন, ”তুমি কোনওদিনই বিয়ের দিন কিংবা জন্মদিন সেলিব্রেশনে বিশ্বাস রাখতে না। হয়তবা এই কারণেই আমি কোনওদিনও কারোর জন্মদিন মনে রাখি না। তুমি কোনওদিন আমার জন্মদিন মনে রাখতে না। কোনওদিনও আমায় বলোনি তোমার জন্মদিনটা মনে রাখতে। আমিও মনে রাখতাম না। এটাই আমাদের কাছে স্বাভাবিক, যেটা হয়ত অন্যদের কাছে অস্বাভাবিক। আমরা প্রতিটা দিনই উদযাপন করি (ব্যক্তিগত পরীক্ষামূলক সত্যতা গুলি আজ বড়ই ক্লিশে) মা-কেই এবার আমাদের দুজনকে মনে করিয়ে দিতে হবে। তবে আজ আমি চাইলেও তোমার জন্মদিনটা ভুলতে পারি না। আজ তোমার জন্মদিন বাবা। তোমায় মিস করছি একথা পৌঁছে দিতে আজ সমস্ত প্রযুক্তিও অক্ষম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *