অপেক্ষা আর মাত্র কিছুদিনের, তারপরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। তার আগে জোড়কদমে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। পাত্র-পাত্রী দু’জনেই আইবুড়ো ভাত খাওয়া শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। এবার হয়ে গেল প্রি-ওয়েডিং ফটোশ্যুট। গোলাপী রঙের লেহঙ্গায় সেজে, হিরের গয়না পরে প্রি-ওয়েডিং ফটোশ্যুটে হাজির হন তৃণা। নিজেদের প্রি-ওয়েডিং ফটোশ্যুটের ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন নীল-তৃণা। ছবির ক্যাপশনে নীল বলেন, স্ত্রীকে ভালবেসে, যত্ন করে সব সময় তাঁর খেয়াল রাখবেন।