প্রয়াত জনপ্রিয় অভিনেতা ডিয়ারণ ডিয়ার ডি থম্পসন

চির ঘুমের দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ডিয়ারণ ডিয়ার ডি থম্পসন। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর । থম্পসন বহুল জনপ্রিয় ছিলেন তাঁর ডাক নামে, ডিয়ার ডি । অভিনেতাকে দেখা গেছে ১৯৯৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত পুরাতন চিকিৎসা সংক্রান্ত জনপ্রিয় নাটক “ইআর”-এ মালিক ম্যাক গ্রাথ নামে এক নার্সের ভূমিকায় । মেডিকেলের এই হিট নাটকে প্রায় ২০০টি এপিসোডে তিনি অভিনয় করেছেন । ১৯৯৩ সালের দুটি ছবি “ফিয়ার অফ এ ব্ল্যাক হ্যাট” এবং “সিবি8” এ তাঁকে অভিনয় করতে দেখা গেছে । এছাড়া ২০০৩ সালের “ব্রিংগিং ডাউন দি হাউজ” ছবিতে তিনি অভিনয় করেন । ২০০৯ সালের “রমি এবং মিশেল’স হাইস্কুল রিইউনিয়ন”-এও তাঁকে দেখা যায় । থম্পসনের মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছেন ভাই মারশন । তিনি জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে থম্পসনের মৃত্যু হয়েছে । তবে তাঁর মৃত্যুর আসল কারণ এখনও অস্পষ্ট । তাঁর ঘর থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় । 2009 সালে, তাঁর হৃদযন্ত্রের সমস্যা দেখা দিয়েছিল । তাঁর হার্টের ভালভে ছিদ্র ধরা পড়ে । সে কারণে তাঁর অপারেশনও করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *