হাজার বছরেরও পুরনো বাউল সংস্কৃতিকে নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র। নাম ‘হু ইস বাউল’। তথ্যচিত্রটির পরিচালনায় সাইরাম সাগীরাজু। ছবিটি প্রযোজনা করছেন বিক্রম সম্পত এবং রাজীব শর্মা। ছবির মূল স্কোর ও সঙ্গীতের তত্ত্বাবধানে গ্র্যামি প্রাপ্ত জার্মানির রিকি কেজ। জানা যাচ্ছে ‘হু ইস বাউল’ তথ্যচিত্রটির দৈর্ঘ্য ৫৪ মিনিট। ‘বাউল’, একটি সম্পূর্ণ আলাদা লোকাচার, যাঁদের নির্দিষ্ট কোনও ধর্মীয় প্রতিষ্ঠান নেই, তবে রয়েছে আলাদা রকমের জীবন দর্শন। তাঁদের সেই জীবন দর্শন, ঈশ্বর সাধনা, জীবনচর্চার মধ্যে মিলে মিশে গিয়েছে সুর। ‘বাউল’ সংস্কৃতির উৎপত্তি এই বাংলার মাটিতেই। প্রচলিত সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে নিজেদের মত করে সহজ, সরল জীবনদর্শন তৈরি করে নিয়েছেন বাংলার ‘বাউল’ সম্প্রদায়। ১০০০ বছরের বেশি সময় ধরে তাঁরা তাঁদের সংস্কৃতি, ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন। তবে আধুনি সভ্যতা তাঁদের সেই সহজ জীবনের পথে অনেকটাই অন্তরায়।